গতকাল ব্যারাকপুর লোকসভা সংসদ অর্জুন সিং ঘনিষ্ট প্রাক্তন কাউন্সিলর দাপুটে নেতা মনীশ শুক্লা কে গুলি করে খুন করে দুষ্কৃতীরা। কোনো বড়ো দুষ্কৃতীদল এই ঘটনার সঙ্গে জড়িত বলে অনেকেরই দাবি।
স্টেন গান দিয়ে তাকে গুলি করা হয়েছে। এই খুনের ঘটনার পর ১২ ঘন্টা ব্যারাকপুর বারাসাত রোড অবরোধের ডাক দেয় বিজেপি।
আজ সকাল থেকেই বাস বন্ধ। সেই সঙ্গে কাকিনারা কানপুর মোড় অবরোধ করেছে বিজেপি কর্মীরা। টায়ার জ্বালিয়ে অবরোধ করা হয়েছে ঘটনাস্থলে ছুটে যায় পুলিবাহিনী।
মনীশ শুক্লার ওপর দুষ্কৃতীদের হামলার ঘটনার প্রতিবাদে বিজেপির ঘোষিত ১২ ঘন্টা বনধ সফল করতে আমডাঙার রাজবেরিয়া মোড়ে ৩৪নং জাতীয় সড়ক সকাল ৮টা থেকে অবরুদ্ধ রাখা হয়।
এই ঘটনাকে কেন্দ্র করে সকাল থেকে এলাকা জুড়ে প্রবল উত্তেজনার সৃষ্টি হয়েছে। ঘটনাস্থলে প্রচুর পুলিশ নেমে পরে শুরু হয় লাঠিচার্জ, টিয়ার গ্যাস, ছোড়া ।
মনিশ শুক্লার অনুগামী ও এলাকাবাসীর সাথে পুলিশ এর একপ্রকার যুদ্ধ বেধে যায়,পুলিশের ওপর ইট, পাথর, বোম ছোড়া হয় ।
এই ঘটনায় বেশ কিছু ব্যাক্তি কে পুলিশ গ্রেফতার করেছে । ব্যারাকপুর পুলিশ কমিশনার জানিয়েছেন পরিস্থিতি তাদের কন্ট্রোল এ আছে । এই ঘটনার ফলে এলাকাবাসীরা আতঙ্কে রয়েছেন।
ইতি মধ্যে ঘটনাস্থলে এসেগেছে সি.আই.ডি টিম তদন্ত শুরু করেছে তারা ।
এই ঘটনার পরিপ্রেক্ষিতে নানান বিজেপি নেতা রা ক্ষিপ্ত হয়েছে নানান প্রশ্ন করেছেন সকলের সামনে।
বিজেপি নেতা অর্জুন সিং বলেছেন,পুলিশের কার্বাইন দিয়েই ওর খুন করা হয়েছে। এরমধ্যে সরাসরি পুলিশ জড়িত আছে পুলিশের লোকেদেরকেও ক্রিমিনালদের সাথে যুক্ত করা হয়েছে।
পুলিশের মদতেই তাঁর খুন হয়েছে বলে বিজেপি নেতা অর্জুন সিং এর দাবি।
পাশাপাশি আর এক বিজেপি নেতা কৈলাশ বর্গীয় এর দাবি, থানার সামনে এত বড়ো ঘটনা টা কি করে ঘটলো, মনীশ খুনের দিনই কিভাবে এলাকার সব সিসি টিভি খারাপ?
এত বড়ো হামলা হল জেলা গোয়েন্দা পুলিশের কাছে কি কোনো খবর ছিল না? ইত্যাদি নানান প্রশ্ন উঠে আসছে বিজেপি নেতাদের কাছ থেকে।
এই ঘটনার পর পশ্চিমবঙ্গ পুলিশের ওপর তাদের কোনো বিশ্বাস নেই।
এই ঘটানা টি যেন সিবিআই তদন্ত করা হয় অথবা যেন কোনো এজেন্সি এই ঘটনাটি নিয়ে তদন্ত করে, এটি বিজেপি নেতা কৈলাশ বর্গীয় এর দাবি।