কাঁচরাপাড়া মিলন নগর এ গৃহবধূর আত্মহত্যার চেষ্টা বীজপুর থানার সাব-ইন্সপেক্টর ভিম চরণ পাত্রের তৎপরতায় প্রাণে বাঁচল ওই মহিলা
নিজস্ব প্রতিনিধি: কথায় আছে কারো জীবন কে বাঁচায় সেই রকম ঘটনার সাক্ষী থাকলো আজ গোটা এলাকা। কাঁচরাপাড়া মিলন নগর রথতলা সংলগ্ন এলাকার বাসিন্দা রিঙ্কু পাল 37 তার ঘরের দরজা বন্ধ করে বেশ কিছুক্ষন ধরে না বেরোনোর সন্দেহ হয় এলাকার মানুষ খবর দেওয়া হয় বীজপুর থানার।

অবশেষে বীজপুর থানার সাব-ইন্সপেক্টর ভিম চরণ পাত্র তৎপরতায় ও এলাকার মানুষের সাহায্যে ঘরের দরজা ভেঙে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে ওই মহিলাকে।




ওই মহিলার স্বামী আগেই মারা গিয়েছে ওই বাড়িতে রিঙ্কু দেবি একাই থাকতেন তবে কি কারণে আত্মহত্যার চেষ্টা ইতিমধ্যে তদন্ত শুরু করেছে বীজপুর থানার পুলিশ। সাব-ইন্সপেক্টর ভিম চরণ পাত্র তড়িঘড়ি কল্যাণী যে এন এম হসপিটালে নিয়ে গেলে প্রাণে বাঁচলেন ওই মহিলা।