একাদশ শ্রেনীর ছাত্রী জ্যাঠিমার বাড়িতে গিয়ে নির্যাতনের শিকার হয়েছে বলে অভিযোগ।
নাবালিকার বাড়ি মধ্যমগ্রাম পুরসভার পূর্বাচল শিশু উদ্যানে।জ্যাঠিমার বাড়ি উদয়রাজপুর হরিহরপুরে।গত পাঁচদিন আগে জ্যাঠিমার বাড়িতে ঘুরতে আসে।নাবালিকার অভিযোগ তাঁকে জোর করে তাঁর জ্যাঠিমার ভাই সূর্য ব্যানার্জী যৌন হেনস্থা করে|

নাবালিকার আরো অভিযোগ শুধু যৌন হেনস্থাই নয় তাকে ধর্ষন করে সে।ঐ নির্যাতিতা বাড়ি ফিরে বাবা ও মা কে বিষয়টি জানায়।তার পর পরিবারে পক্ষ থেকে গতকাল রাতে মধ্যমগ্রাম থানায় লিখিত অভিযোগ দায়ের করে।




এরপর পুলিশ তৎপর হয়ে জ্যাঠিমা প্রিয়া ব্যানার্জী ও তার ভাই সূর্য ব্যানার্জীকে গ্রেপ্তার করে।পুলিশ জানিয়েছে নাবালিকা কে হেনস্থায় মদত দিয়েছে জ্যাঠিমা এবং সেই কথা এফ আই আর এ রয়েছে।




পুলিশে অভিযোগ দায়ের পর আজ মেয়েটির মধ্যমগ্রাম হাসপাতালে মেডিক্যাল করা হয়। ধৃতদের আজ বারাসত আদালতে হাজির করিয়েছে পুলিশ ।