acid hamla sealdah

দিন দুপুর বেলায় জনবহুল রেল স্টেশনে এসিড হামলার ঘটনা ঘটলো শিয়ালদহ দক্ষিণ শাখার বিদ্যাধরপুর স্টেশনে। আজ দুপুরে শিয়ালদহ থেকে ক্যানিং গামী ডাউন ট্রেন বিদ্যাধরপুর স্টেশনে থামার পরে ট্রেন থেকে অজানা দুই দুষ্কৃতী যাত্রীদের সঙ্গে নেমে প্লাটফর্মে দাঁড়িয়ে থাকা রেলের হকার বিশ্বনাথ মন্ডলের শরীরে অ্যাসিডের বোতল ছুঁড়ে মারে।

acid hamla sealdah 1

তীব্র ঝাঁঝালো অ্যাক্সিডেন্ট প্রতিক্রিয়া শরীরের বহু অংশ ঝলসে যায় । পাশাপাশি বেশ কয়েকজন শিশুর এসিড হামলার জেরে আহত হয়েছে বলে জানা গিয়েছে।

প্রসঙ্গত শিয়ালদহ দক্ষিণ শাখার এই বিদ্যাধরপুর স্টেশন এ দীর্ঘদিন ধরেই দুষ্কৃতীদের স্বর্গরাজ্য হয়ে উঠেছে বলে এর আগেও বহুবার শিয়ালদহ জিআরপি এবং নিকটস্থ সোনারপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে স্থানীয় প্রশাসন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here