বি এস এফ এর ১০৭ ব্যাটেলিয়ান এর উদ্যোগে বি জি বি র উপস্থিতিতে ১৯৭১ সালের ইন্দো – পাকিস্তান যুদ্ধের বিজয় দিবস উদযাপিত হল বাগদার বয়রাতে
১৯৭১ সালের ২৬ শে মার্চ বাংলাদেশকে স্বাধীন ঘোষণা করেছিল শেখ মুজিবর রহমান। সেই দিন থেকেই ভারতের সাহায্যের আবেদন করেছিল বাংলাদেশ থেকে, বাংলাদেশের আহবানে সাড়া দিয়ে ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী সমস্ত রকম সহযোগিতার আশ্বাস দিয়েছিলেন।
শুরু হয়েছিল মুক্তিযুদ্ধ। সেই মুক্তিযুদ্ধের বায়ুসেনার কার্যক্রম শুরু হয়েছিল বাগদার বয়রার উপর দিয়েই। সেই কারণে বি এস এফের ১০৭ নম্বর ব্যাটেলিয়ান এর পক্ষ থেকে বয়রার কুলনন্দপুর প্রাথমিক বিদ্যালয়ের মাঠে বি এস এফ এর আই জি সাউথ বেঙ্গল ও বাংলাদেশ বর্ডার গার্ডের উপস্থিতিতে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে ১৯৭১ সালের বিজয় দিবস উৎযাপিত হয়।
অনুষ্ঠানে ১৯৭১ সালের স্মৃতিচারণ করে বিএসএফ এবং বিজিবির পক্ষ থেকে। যুদ্ধের সময় থাকা স্থানীয় বাসিন্দা দিলীপ সিংহ রায়ও ১৯৭১ সালের নানা ঘটনা স্মৃতিচারণ করেন।